সৌদি যুদ্ধাজাহাজ, তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হবে: হুথিদের হুমকি
-
ইয়েমেনের নতুন টর্পেডো (সাম্প্রতিক ছবি)
সৌদি নেতৃত্বাধীন আরব জোটের যুদ্ধজাহাজ ও তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা।
ইয়েমেনের বন্দরগুলো বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হুদাইদা সমুদ্রবন্দরের ওপর আরব জোটের অবরোধের জবাবে এ হামলার হুমকি দিল তারা। হুথি আন্দোলন বলেছে, যদি আরব জোটের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুসারে ইয়েমেনের নৌবাহিনী কিংবা বন্দরগুলোর ওপর আগ্রাসন অব্যাহত থাকে তাহলে জোটের যুদ্ধজাহাজ ও তেল ট্যাংকারগুলো আর নিরাপদ থাকবে না। হুথি সামরিক কমান্ডারদের বরাত দিয়ে ইয়েমেনর আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা এ খবর দিয়েছে।

অবরুদ্ধ বন্দরগুলো মুক্ত করার উপায় নিয়ে ইয়েমেনের নৌবাহিনীর কর্মকর্তাদের বৈঠকে শত্রুদের যুদ্ধজাহাজ ও তেল ট্যাংকারে হামলার সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে, গত সেপ্টেম্বর মাসে হুথি আন্দোলনের প্রধান আবদুল মালেক আল-হুথি বলেছিলেন, ইয়েমেনের বন্দরগুলোতে বিশেষ করে হুদাইদা বন্দরে যদি সৌদি আগ্রাসন অব্যাহত থাকে তাহলে তার যোদ্ধারা সৌদি তেল ট্যাংকারে হামলা চালাতে পারে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩