সৌদি আগ্রাসনের মূল কারিগর আমেরিকা: হুথি আনসারুল্লাহ
-
নসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালেক বদরুদ্দিন আল-হুথি
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালেক বদরুদ্দিন আল-হুথি তার দেশের ওপর সৌদি আরবের বর্বরতম বিমান হামলার তীব্র নিন্দা করে বলেছেন, এই জঘন্য কাজের প্রধান কারিগর হচ্ছে মার্কিন সরকার। তার এ বক্তব্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসনের এক হাজারতম দিনে তিনি এই ভাষণ দিলেন।
মঙ্গলবার বিকেলে রাজধানী সানা থেকে সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি আরো বলেছেন, ইয়েমেনের অসহায় জনগণের ওপর হামলার জন্য সৌদি আরব সম্ভাব্য সব উপায় অবলম্বন করেছে। ইয়েমেনের বেসামরিক নাগরিক ও ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে গত তিন বছরে সৌদি আরব হামলা চালিয়েছে।

তিনি বলেন, “দাফন অনুষ্ঠানের ওপর সৌদি বিমান হামলার মাধ্যমে তাদের চূড়ান্ত অমানবিক স্বভাবের প্রমাণ বেরিয়ে এসেছে। তবে সৌদি আরব কোনোভাবেই ইয়েমেনের যোদ্ধাদেরকে আত্মসমর্পণ করাতে ব্যর্থ হয়েছে।”
আবদুল মালেক আল-হুথি বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরবের এই অপরাধযজ্ঞ হচ্ছে সারা বিশ্বের মানুষের জন্য অগ্নিপরীক্ষা। তারা সত্য বলবেন নাকি বলবেন না- তার পরীক্ষা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯