ইসরাইলি অপরাধ তদন্তে আইসিসি’র শরণাপন্ন হলো ফিলিস্তিন
-
রিয়াদ আল-মালিকি
ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী দ্রুত তদন্ত করার জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের শরণাপন্ন হয়েছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের পক্ষ থেকে এই প্রথম এ ধরনের কোনো উদ্যোগ নেয়া হলো।
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি আজ (মঙ্গলবার) নেদারল্যান্ডে হেগের আন্তর্জাতিক আদালতে পৌঁছান এবং প্রধান কৌঁসুলি ফাতু বেনসুদার সঙ্গে বৈঠক করেন। পরে রিয়াদ মালিকি এক সংবাদ সম্মেলনে বলেন, “ ব্যাপক-বিস্তৃত ধারাবাহিক অপরাধের শিকার ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচার পাওয়ার আশায় ফিলিস্তিন রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।”

এ সময় তিনি অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ, ভূমি দখল, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ লুটে নেয়া এবং ঠাণ্ডা মাথায় বর্বরভাবে ফিলিস্তিনি নাগরিক বিশেষ করে গাজার জনগণকে হত্যার বিষয়টি তিনি তুলে ধরেন।
গত ১৪ মে ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকায় ভয়াবহ হত্যাকাণ্ড চালায় এবং এতে অন্তত ৬২ জন শহীদ হন। এ ঘটনার পর পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ও সারা বিশ্বে তীব্র নিন্দা ও প্রতিবাদ শুরু হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২