হুদায়দা বিমান বন্দর দখলের দাবি নাকচ করল উপ-গভর্নর
https://parstoday.ir/bn/news/west_asia-i59296-হুদায়দা_বিমান_বন্দর_দখলের_দাবি_নাকচ_করল_উপ_গভর্নর
ইয়েমেনের হুদায়দার উপ-গভর্নর আব্দুল জব্বার আহমাদ মোহাম্মাদ বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট হুদায়দা বিমান বন্দর দখলের যে দাবি করেছে তা ডাহা মিথ্যা। তিনি বলেছেন, ইয়েমেনের জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য পদলেহি কিছু গণমাধ্যমের সহযোগিতায় এ ধরণের অপপ্রচার চালানো হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২১, ২০১৮ ১৩:২২ Asia/Dhaka
  • হুদায়দা বিমান বন্দর দখলের দাবি নাকচ করল উপ-গভর্নর

ইয়েমেনের হুদায়দার উপ-গভর্নর আব্দুল জব্বার আহমাদ মোহাম্মাদ বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট হুদায়দা বিমান বন্দর দখলের যে দাবি করেছে তা ডাহা মিথ্যা। তিনি বলেছেন, ইয়েমেনের জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য পদলেহি কিছু গণমাধ্যমের সহযোগিতায় এ ধরণের অপপ্রচার চালানো হচ্ছে।

কয়েক দিন আগেও একই ধরণের দাবি করেছিল আগ্রাসী বাহিনী। পরে ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী তথ্য-প্রমাণ তুলে ধরে আগ্রাসীদের দাবিকে মিথ্যা প্রমাণ করে।

গতকাল (বুধবার) সৌদি নেতৃত্বাধীন জোটের কমান্ডার ব্রিগেডিয়ার আব্দুস সালাম আশ-শেহি এক ভিডিও বার্তায় বলেছেন, হুদায়দা বিমানবন্দর সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়েছে এবং এটা এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এর পরপরই হুদায়দার উপ-গভর্নর ওই দাবি প্রত্যাখ্যান করে বিবৃতি দেন।  

হুদায়দা সমুদ্রবন্দর থেকে হুদায়দা বিমানবন্দরের অবস্থান মাত্র আট কিলোমিটার দূরে। হুদায়দা সমুদ্রবন্দর দিয়ে দুই-তৃতীয়াংশ আমদানি পণ্য ইয়েমেনে প্রবেশ করে থাকে। এছাড়া, আন্তর্জাতিক অঙ্গন থেকে যে সামান্য কিছু ত্রাণ সহায়তা ইয়েমেনে আসে তাও এ বন্দর দিয়েই আসে।

বন্দরটির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে সৌদি জোট। হুদায়দা আগ্রাসনে নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব ও তার মিত্ররা বিমান সমর্থন দিচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১