সের্গেই ল্যাভরভ বললেন, ‘আমেরিকাকে ক্ষমা করবে না রাশিয়া’
https://parstoday.ir/bn/news/world-i122346
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আমেরিকা সফরে যাওয়ার জন্য যেসব সাংবাদিক ভিসার আবেদন করেছিলেন তাদের সে আবেদন নাকচ করেছে ওয়াশিংটন। এর তীব্র নিন্দা জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, "বিষয়টি আমরা কখনো ভুলবো না, আমরা কখনো ক্ষমা করবো না।"
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ২৪, ২০২৩ ১১:২৪ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আমেরিকা সফরে যাওয়ার জন্য যেসব সাংবাদিক ভিসার আবেদন করেছিলেন তাদের সে আবেদন নাকচ করেছে ওয়াশিংটন। এর তীব্র নিন্দা জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, "বিষয়টি আমরা কখনো ভুলবো না, আমরা কখনো ক্ষমা করবো না।"

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতি হিসেবে রাশিয়া বর্তমানে দায়িত্ব পালন করছে এবং নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করার জন্য ল্যাভরভ নিউ ইয়র্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার সফরসঙ্গী হিসেবে রাশিয়ার বেশ কয়েকজন সাংবাদিকও আমেরিকা যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন।
সাংবাদিকদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করার এই মার্কিন সিদ্ধান্তকে ‘বোকামি’ বলে মন্তব্য করেছেন ল্যাভরভ। তিনি বলেন, “একটি দেশ নিজেকে শক্তিশালী, স্মার্ট, মুক্ত এবং স্বচ্ছ বলে দাবি করে অথচ তারা সাংবাদিকদের ভিসা দিল না। এর ভেতর দিয়ে আমেরিকার বাক স্বাধীনতা নিশ্চিত করার ফাঁকাবুলি পরিষ্কার হয়ে গেল।”
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও এর আগে এই ভিসা দানে আমেরিকার অস্বীকৃতির কঠোর সমালোচনা করে বলেছেন, এটি বাক স্বাধীনতার চরম লঙ্ঘন।
অন্যদিকে, ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস টুইটারে দেয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সাংবাদিকদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়ে আবারো আমেরিকা জাতিসংঘ সদর দপ্তরের সঙ্গে করা চুক্তি লংঘন করল।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।