আমেরিকা সন্ত্রাস বিরোধী যুদ্ধ ছাড়া আর সবকিছুই করছে: সিরিয়া
(last modified Sun, 30 Sep 2018 00:50:28 GMT )
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ০৬:৫০ Asia/Dhaka
  • শনিবার জাতিসংঘে বক্তব্য রাখেন ওয়ালিদ আল-মুয়াল্লেম
    শনিবার জাতিসংঘে বক্তব্য রাখেন ওয়ালিদ আল-মুয়াল্লেম

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, তার দেশে বিমান হামলা পরিচালনাকারী মার্কিন নেতৃত্বাধীন জোট সন্ত্রাস ও জঙ্গি বিরোধী যুদ্ধ ছাড়া আর সবকিছুই করছে। তিনি আরো বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের বিরুদ্ধে যুদ্ধ করার নামে আমেরিকা সিরিয়ায় বিমান হামলা শুরু করলেও প্রকৃতপক্ষে সন্ত্রাস বিরোধী যুদ্ধে মার্কিন বাহিনীর কোনো ভূমিকা নেই।

মুয়াল্লেম শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।  সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশে মার্কিন সেনা উপস্থিতি সম্পূর্ণ অবৈধ এবং আমেরিকার বলদর্পী নীতির বহিঃপ্রকাশ।

সিরিয়ায় তৎপর আইএস জঙ্গিদের বিরুদ্ধে কথিত যুদ্ধের অজুহাতে ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে দেশটিতে বিমান হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন কথিত সামরিক জোট। কিন্তু এ কাজে জাতিসংঘের ম্যান্ডেট বা সিরিয়া সরকারের অনুমতি নেয়নি ওয়াশিংটন।

এই জোট বাস্তবে দায়েশ বা আইএস ধ্বংসে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি বরং প্রায়ই মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আমেরিকা এ পর্যন্ত সিরিয়ার শত শত বেসামরিক নাগরিককে হত্যার কথা স্বীকার করেছে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে দেয়া বক্তব্যের অন্যত্র বলেছেন, তার দেশের সেনাবাহিনী জঙ্গিদের কাছ থেকে যেসব এলাকা পুনরুদ্ধার করেছে সেসব এলাকার শত শত অধিবাসী তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন।তিনি বলেন, যেসব শরণার্থী ঘরে ফিরে আসবেন তাদের মৌলিক চাহিদাগুলো পূরণের সব ব্যবস্থা নেবে দামেস্ক। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০

ট্যাগ