ইসরাইল ও আরব দেশগুলোর সম্পর্ক ঘনিষ্ঠতম পর্যায়ে পৌঁছেছে: নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i65069-ইসরাইল_ও_আরব_দেশগুলোর_সম্পর্ক_ঘনিষ্ঠতম_পর্যায়ে_পৌঁছেছে_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল ও আরব দেশগুলো অতীতের যেকোনো সময়ের তুলনায় পরস্পরের কাছাকাছি পৌঁছেছে। তিনি সোমবার ইহুদিবাদী পার্লামেন্ট- নেসেটে দেয়া এক বক্তৃতায় এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৬, ২০১৮ ০৬:২৪ Asia/Dhaka
  • নেসেটে বক্তৃতা দিচ্ছেন নেতানিয়াহু
    নেসেটে বক্তৃতা দিচ্ছেন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল ও আরব দেশগুলো অতীতের যেকোনো সময়ের তুলনায় পরস্পরের কাছাকাছি পৌঁছেছে। তিনি সোমবার ইহুদিবাদী পার্লামেন্ট- নেসেটে দেয়া এক বক্তৃতায় এ মন্তব্য করেন।

নেতানিয়াহু দাবি করেন, ‘ইরানের হুমকি’ ইসরাইলকে আরব দেশগুলোর কাছাকাছি পৌঁছে দিয়েছে।

গত প্রায় এক বছর ধরে মধ্যপ্রাচ্যের কোনো কোনো আরব দেশ বিশেষ করে সৌদি আরব কুদস দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া জোরদার করেছে।  ইরানকে মোকাবিলা করার লক্ষ্যে ইহুদিবাদীদের সঙ্গে দহরম মহরম বাড়িয়ে দিয়েছে সৌদি রাজতন্ত্র।

ইহুদিবাদী ইসরাইলের মতো খড়কুটা ধরে ভেসে থাকার চেষ্টা করছেন গণভিত্তিহীন সৌদি রাজা সালমান

এমন সময় সৌদি আরব ইসরাইলকে স্বীকৃতি দেয়ার চেষ্টা করছে যখন ইহুদিবাদী সরকার ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা ছাড়াও মুসলমানদের প্রথম ক্বেবলা ও ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে রয়েছে।

এ ছাড়া, সিরিয়া, ইরাক ও ইয়েমেন সংকটের কারণেও ইহুদিবাদীদের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠতা বেড়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬