রাজা সালমানের পদত্যাগ দাবি করলেন সৌদি প্রিন্স
https://parstoday.ir/bn/news/west_asia-i65114-রাজা_সালমানের_পদত্যাগ_দাবি_করলেন_সৌদি_প্রিন্স
সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির সরকারবিরোধী প্রিন্স খালেদ বিন ফারহান আলে সৌদ। দৈনিক আল-কুদস আল আরাবিয়া এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৭, ২০১৮ ১৯:৪১ Asia/Dhaka
  • খালেদ বিন ফারহান আলে সৌদ
    খালেদ বিন ফারহান আলে সৌদ

সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির সরকারবিরোধী প্রিন্স খালেদ বিন ফারহান আলে সৌদ। দৈনিক আল-কুদস আল আরাবিয়া এ খবর দিয়েছে।

সৌদি প্রিন্স বলেছেন, তড়িঘড়িমূলক বিভিন্ন পদক্ষেপ ও নীতির কারণে রাজা সালমান ও তার পরিবার জনপ্রিয়তা হারিয়েছেন। সৌদি জনগণ এই রাজাকে আর চায় না। এ অবস্থায় রাজার উচিৎ ক্ষমতা অন্য কারো কাছে হস্তান্তর করা। 

এর আগে ব্রিটেনের লন্ডনে সৌদি রাজার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা বর্তমান রাজার ভাই আহমাদ বিন আব্দুল আজিজের পক্ষে স্লোগান দেন।

ইয়েমেনে নির্মম আগ্রাসনের বিরোধিতা করে আহমাদ বিন আব্দুল আজিজ সৌদি আরব ছেড়ে নির্বাসিত জীবন বেছে নিয়েছেন বলে খবর বেরিয়েছে।#

পার্সটুডে/১৭