কারবালায় আরবাইনের দোয়া পড়ছে জিয়ারতকারীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i65436-কারবালায়_আরবাইনের_দোয়া_পড়ছে_জিয়ারতকারীরা
আরবাইনের দিনে কারবালায় বের হয়েই দেখা গেল মানুষ দোয়া পড়ছেন। কোথাও দল বেঁধে। কোথাও একাকী। নারী-পুরুষ নির্বিশেষে দোয়ায় সমবেত হয়েছেন সবাই। দুয়েকটা স্থানে যথারীতি শোকানুষ্ঠান করতেও দেখা গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩০, ২০১৮ ১৭:১২ Asia/Dhaka
  •  কারবালায় আরবাইনের দোয়া পড়ছে জিয়ারতকারীরা

আরবাইনের দিনে কারবালায় বের হয়েই দেখা গেল মানুষ দোয়া পড়ছেন। কোথাও দল বেঁধে। কোথাও একাকী। নারী-পুরুষ নির্বিশেষে দোয়ায় সমবেত হয়েছেন সবাই। দুয়েকটা স্থানে যথারীতি শোকানুষ্ঠান করতেও দেখা গেছে।

এ ছাড়া, হজরত হোসেইন (আ) মাজারের কাছে দলে দলে শোক শোভাযাত্রা আসতে দেখা গেছে। শোভাযাত্রাকারীরা বহন করছেন কালো বিশাল বিশাল পতাকা।

অন্যদিকে হজরত হোসেইন(আ)’এর মাজারের কাছেই রয়েছে সাদামাটা একটা ভাস্কর্য। ঢাল-তলোয়ার এবং ইয়া হোসেইন লেখা একটি পতাকা। আর এর সামনে রয়েছে একটি পানির পাত্র। পাত্রটি উপচে পড়ছে পানি। এখানে এসে বসছে কবুতর। চড়ুই। পানির তৃষ্ণা মিটিয়ে তারপর উড়ে যাচ্ছে তারা।

মনে হয় এর মূল সুর যেন, শান্তিকামী মানুষের সব তৃষ্ণাই মিটিয়ে দেবেন হোসেইন। দোজাহানের তৃষ্ণা নিবারক হচ্ছে ইসলাম। সে অমিয়ধারা প্রবাহিত রাখার পথকেই নিষ্কণ্টক করতে প্রাণ দিয়েছেন হোসেইন (আ.)।#

পার্সটুডে/মূসা রেজা/৩০