পিজিসিসি বৈঠকে যোগ দিতে কাতারকে আমন্ত্রণ জানাবে সৌদি
-
পিজিসিসি’র মহাসচিব আবদুল লতিফ বিন রাশিদ আল- জায়ানি
পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র আসন্ন সম্মেলনে যোগ দেয়ার জন্য কাতারকে আমন্ত্রণ জানাবেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ। চলতি মাসে সৌদি আরবের দাম্মাম শহরে এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
সম্মেলনে যোগ দেয়ার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে-সানিকে দাওয়াত দিতে পিজিসিসি’র মহাসচিব আবদুল লতিফ বিন রাশিদ আল- জায়ানি কাতার সফরে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরবি ভাষার আল-আয়ান অনলাইন পত্রিকা খবর দিয়েছে যে, আসন্ন শীর্ষ সম্মেলনে বিষয়ে ওমানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে পিজিসিসি’র পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন। এ বৈঠকের শান্ত পরিবেশ শীর্ষ সম্মেলন সফল হতে সহায়তা করবে।
পত্রিকাটি জানিয়েছে, পিজিসিসি সম্মেলনে কাতারকে অন্তর্ভুক্ত করার জন্য কুয়েত কঠোর পরিশ্রম করেছে এবং বিষয়টিতে তারা সফল হয়েছে। গত মাসেই কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল-জারাল্লাহ নিশ্চিত করেছেন যে, সংস্থার ছয়টি দেশই এবারের শীর্ষ সম্মেলনে যোগ দেবে।#
পার্সটুডে/এসআইবি/২