মার্কিন ও ফরাসি সেনারা প্রত্নসম্পদ লুট করছে: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i66478-মার্কিন_ও_ফরাসি_সেনারা_প্রত্নসম্পদ_লুট_করছে_সিরিয়া
সিরিয়া সরকারের একজন উঁচু পর্যায়ের কর্মকর্তা বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দি গেরিলাদের সহযোগিতায় ফ্রান্স ও আমেরিকার সেনারা মূল্যবান প্রত্নসম্পদ লুট করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৮ ১৮:৪৪ Asia/Dhaka
  • সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সেনাদের সঙ্গে কুর্দি গেরিলা
    সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সেনাদের সঙ্গে কুর্দি গেরিলা

সিরিয়া সরকারের একজন উঁচু পর্যায়ের কর্মকর্তা বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দি গেরিলাদের সহযোগিতায় ফ্রান্স ও আমেরিকার সেনারা মূল্যবান প্রত্নসম্পদ লুট করছে।

এসব সম্পদ লুটে নেয়ার জন্য বেশিরভাগ খননকাজ করা হয়েছে মানবিজ শহরের কাছে উমুল সার্জ পাহাড়ে। সিরিয়ার যাদুঘর ও প্রত্নসম্পদ বিভাগের প্রধান মাহমুদ হামুদ এ তথ্য জানিয়েছেন।

সিরিয়ার উত্তরাঞ্চলে বেআইনিভাবে আমেরিকা ও ফ্রান্সের সেনা মোতায়েন করা রয়েছে এবং তারাই কুর্দি গেরিলাদেরকে সমর্থন দিচ্ছে। বেশ কিছুদিন থেকে উত্তরাঞ্চল মূলত ভারী অস্ত্রে সজ্জিত কুর্দি গেরিলারা নিয়ন্ত্রণ করছে।   

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্য অনুসারে, উত্তরে অবস্থিত আলেপ্পো শহরের কাছ ঘেঁষে উমুল সার্জ পাহাড়ের অবস্থান এবং ওই এলাকা প্রত্নসম্পদে ভরপুর। এছাড়া, মানবিজের প্রাচীন সাউক এলাকাতেও মার্কিন সেনারা খননকাজ চালাচ্ছে এবং প্রত্মসম্পদ লুটপাট ও ডাকাতি করে নিচ্ছে।

হামুদ বলেন, মার্কিন সেনাদের এই খননকাজ অপরাধমূলক তৎপরতা ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা। তিনি আশা করেন, সিরিয়ার সেনারা এসব এলাকায় শিগগিরি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।#

পার্সটুডে/এসআইবি/১০