ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরাইলের সাবেক মন্ত্রীর ১১ বছর কারাদণ্ড
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষে গোয়েন্দাবৃত্তির দায়ে নিজেদের এক সাবেক মন্ত্রীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের আদালত। ইরানের কাছে অতিগোপন তথ্যসহ বিভিন্ন ধরনের তথ্য পাচারের দায়ে তাকে এ সাজা দেয়া হয়েছে।
ইসরাইলের আইন মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশের অতিগোপন তথ্য অন্য দেশের কাছে পাচারের দায়ে ইসরাইলের সাবেক জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী গোনেন সেগেভকে ১১ বছরের সাজা দেওয়া হয়েছে।
গোনেন সেগেভ ১৯৯৫-৯৬ সালে দখলদার ইসরাইলের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইসরাইলের সরকারি কৌঁসুলিরা বলেছেন, সেগেভ ইরানের পক্ষে গোয়েন্দাবৃত্তির কথা স্বীকার করেছেন।
সেগেভ তার স্বীকারোক্তিতে বলেছেন, তিনি পাঁচ বছর ধরে ইরানের গোয়েন্দা বাহিনীর জন্য কাজ করেছেন। এ সময় ইরানি গোয়েন্দা বাহিনীর লোকদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। তিনি গোপন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতেন এবং অতিগোপন তথ্যসহ নানা ধরণের তথ্য ইরানিদের সরবরাহ করতেন।
২০১৮ সালের জুলাই থেকে সেগেভের বিরুদ্ধে আনা অভিযেগের বিচার শুরু হয়।
তবে এখন পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসরাইলি মন্ত্রীর গোয়েন্দাবৃত্তি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয় নি।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬