গাজায় ব্যাপক হামলা চালানো হতে পারে: নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i69207-গাজায়_ব্যাপক_হামলা_চালানো_হতে_পারে_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রয়োজন হলে ব্যাপক সামরিক অভিযান চালানো হবে। গত কয়েকদিনে গাজা ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় দু পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পর নেতানিয়াহু এ হুমকি দিলেন। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ২৯, ২০১৯ ১০:৪২ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু
    বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রয়োজন হলে ব্যাপক সামরিক অভিযান চালানো হবে। গত কয়েকদিনে গাজা ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় দু পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পর নেতানিয়াহু এ হুমকি দিলেন। 

তিনি বলেন, “সমস্ত ইসরাইলিকে জানা উচিত যে, যদি ব্যাপকমাত্রায় সামরিক অভিযান প্রয়োজন হয় তাহলে আমরা শক্ত ও নিরাপদ অবস্থানে পৌঁছাব। এ ক্ষেত্রে আমরা সম্ভাব্য সব উপায় অবলম্বন করব।” গাজা সীমান্ত পরিদর্শনের পর নেতানিয়াহু এসব কথা বললেন। সেখানে তিনি ইসরাইলের সামরিক কমান্ডারদের সঙ্গে আলাপ করেন। 

গাজায় ইসরাইলি বিমান হামলা

পর পর দুই রাত ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক গোলা ও বোমা বর্ষণ করেছে। জবাবে গাজা উপত্যকা থেকেও ব্যাপক রকেট হামলা চালানো হয়। গাজা থেকে চালানো রকেট হামলায় তেল আবিবের মিশমেরেত এলাকায় সাতজন আহত হয়েছে। এ প্রেক্ষাপটে নেতানিয়াহু সোমবার আমেরিকা সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হন।# 

পার্সটুডে/এসআইবি/এআর/২৯