ওয়াশিংটনের ভুল পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবে: আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i69627-ওয়াশিংটনের_ভুল_পদক্ষেপ_মধ্যপ্রাচ্যকে_অস্থিতিশীল_করবে_আসাদ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দেয়ার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেছেন, যে বাহিনী সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ অন্যায়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ১৭, ২০১৯ ০৫:৫২ Asia/Dhaka
  • মঙ্গলবার দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    মঙ্গলবার দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দেয়ার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেছেন, যে বাহিনী সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ অন্যায়।

সিরিয়া সফরকারী ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে মঙ্গলবার দামেস্কে এক বৈঠকে প্রেসিডেন্ট আসাদ এ নিন্দা জানান। তিনি বলেন, ওয়াশিংটনের এই ভুল পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরো বেশি অস্থিতিশীল করে তুলবে।

বৈঠকে জারিফ ও আসাদ বলেন, আমেরিকা ও কিছু সুনির্দিষ্ট আরব দেশের বিদ্বেষী নীতি ইরান ও সিরিয়া সরকারকে তাদের জনগণের অধিকার রক্ষা করার পদক্ষেপ থেকে বিরত রাখতে পারবে না। তারা স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ পরিহার করে কূটনৈতিক উপায়ে এসব দেশকে সামাল দেয়ার জন্য আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।

সাক্ষাতে আমেরিকার পক্ষ থেকে অধিকৃত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ার তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।  জারিফ বলেন, গোটা গোলান মালভূমি সিরিয়ার অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠকের আগে জারিফ তার সিরীয় সমকক্ষ ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে মঙ্গলবার দামেস্ক বিমানবন্দরে সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। মোহাম্মাদ জাওয়াদ জারিফ একদিনের সিরিয়া সফর শেষে মঙ্গলবার রাতেই আঙ্কারার উদ্দেশ্যে দামেস্ক ত্যাগ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭