ইরান হুমকির কাছে মাথানত করার মতো দেশ নয়: লেবাননের হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i70292-ইরান_হুমকির_কাছে_মাথানত_করার_মতো_দেশ_নয়_লেবাননের_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান শেইখ আলী দামুশ বলেছেন, ইরান মার্কিন বলদর্পিতার কাছে মাথানত করবে না। কারণ ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে আমরা দেখছি তেহরান অন্যায় মেনে নেয় না। লেবাননের রাজধানী বৈরুতে তিনি এসব কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১১, ২০১৯ ১৮:১২ Asia/Dhaka
  • ‌আলী দামুশ
    ‌আলী দামুশ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান শেইখ আলী দামুশ বলেছেন, ইরান মার্কিন বলদর্পিতার কাছে মাথানত করবে না। কারণ ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে আমরা দেখছি তেহরান অন্যায় মেনে নেয় না। লেবাননের রাজধানী বৈরুতে তিনি এসব কথা বলেন।

আলী দামুশ আরও বলেন, ইরান দৃঢ়তার সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলা করতে পারবে এবং আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে গোটা মধ্যপ্রাচ্যের বিরুদ্ধেই শত্রুতা করছে।

২০১৮ সালের ৮ মে আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই ইরানের ওপর সর্বাত্মক চাপ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে।

ইরান ঘোষণা করেছে, তারা মার্কিন চাপের কাছে নতিস্বীকার করবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এর আগে বলেছেন,  মার্কিনীরা আনন্দের সঙ্গে বলছে তারা ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ইনশাআল্লাহ ইরানের কাছে তাদের পরাজয়টাও হবে ইতিহাসে নজিরবিহীন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১