আরব আমিরাত দ্বিতীয় ইসরাইল হওয়ার চেষ্টা করছে: জারিফ
https://parstoday.ir/bn/news/west_asia-i71138-আরব_আমিরাত_দ্বিতীয়_ইসরাইল_হওয়ার_চেষ্টা_করছে_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, শত শত কোটি ডলারের অস্ত্র কেনার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের দ্বিতীয় ইসরাইল হওয়ার চেষ্টা করছে। তিনি এ ধরনের অস্ত্র কেনার সমালোচনা করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ১২, ২০১৯ ১১:৫৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, শত শত কোটি ডলারের অস্ত্র কেনার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের দ্বিতীয় ইসরাইল হওয়ার চেষ্টা করছে। তিনি এ ধরনের অস্ত্র কেনার সমালোচনা করেন।

গতকাল (মঙ্গলবার) আল-আরবি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে জারিফ বলেন, মধ্যপ্রাচ্যের তিনটি দেশ বিশ্বাস করে আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখলেই তাদের নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু তাদের এই চিন্তা ভুল কারণ আমেরিকা থেকে আমদানি করা অস্ত্র ইসরাইলের লক্ষ্য অর্জনের জন্য ব্যবহৃত হবে।

সংয়ুক্ত আরব আমিরাতের যুদ্ধবিমান

গবেষণা রিপোর্টগুলো বলছে, ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে সংয়ুক্ত আরব আমিরাত অস্ত্র আমদানি শতকরা ৬৩ ভাগ বাড়িয়েছে। এছাড়া, দেশটির সামরিক ব্যয় ২০২১ সাল নাগাদ ৩১৮০ কোটি ডলারে নেয়ার পরিকল্পনা করেছে। ২০১৬ সালে এ ব্যয় ছিল ২৩৬০ কোটি ডলার।

দেশটি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশ ইয়েমেন, সিরিয়া ও লিবিয়ায় হস্তক্ষেপমূলক নীতি অনুসরণ করছে। একই রকমের নীতি অনুসরণ করছে সৌদি আরবও।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।