‘ইসরাইলের যেকোনো হামলা মোকাবেলা করার অধিকার লেবাননের আছে’
-
হিজবুল্লাহ যোদ্ধা
ইহুদিবাদী ইসরাইলের যেকোনো সামরিক আগ্রাসন মোকাবেলা করার অধিকার রাখে লেবানন।
গতকাল (রোববার) দক্ষিণ লেবাননের ইহুদিবাদী ইসরাইলের দুটি ড্রোন ভূপাতিত হওয়ার পর ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে এবং ইসরাইল সিরিয়া সীমান্তবর্তী লেবাননের একটি অংশে নতুন করে রকেট হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এরপর ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন বিশ্লেষক কেন স্টোন মন্তব্য করলেন।
গতকাল (শুক্রবার) ওই ড্রোন ভূপাতিত হওয়ার পর ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইলি বমিনা ও ড্রোন যদি আর লেবাননের আকাশসীমা লঙ্ঘন রে তাহলে তাৎক্ষণিকভাবে ভূপাতিত করা হবে। এ জন্য তিনি তার সংগঠনের যোদ্ধাদেরকে নির্দেশ দিয়েছেন।
সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের চরম পরাজয়ের পর লেবানন এবং সিরিয়ার ওপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে গত সাত বছর ধরে অভিযান চলেছে তাতে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিরিয়া এবং ইরাকে সন্ত্রাসীদের উত্থানের পেছনে ইসরাইল ও আমেরিকার সরাসরি মদদ ছিল।#
পার্সটুডে/এসআইবি/২৬