আগ্রাসী হামলার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে হামাসের হুশিয়ারি
(last modified Fri, 30 Aug 2019 13:39:57 GMT )
আগস্ট ৩০, ২০১৯ ১৯:৩৯ Asia/Dhaka
  • হামাসের ক্ষেপণাস্ত্র
    হামাসের ক্ষেপণাস্ত্র

গাজা উপত্যকায় যে-কোনো রকমের আগ্রাসনের ব্যাপারে ইসরাইলকে হুশিয়ারি দিলো ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

মিশরের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলকে কঠোর ভাষায় হুশিয়ারি দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে। মিশরকে হামাস জানিয়ে দিয়েছে ইসরাইলের যে-কোনো আগ্রাসনকে কঠোরভাবে মোকাবেলা করা হবে।

হামাসের রাজনৈতিক শাখার সদস্য রুহি মুশতাহি'র নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত সোমবার মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য কায়রোয় গেছেন।

এর আগেও হামাস এক বার্তায় বলেছিলো: প্রতিরোধ আন্দোলনের জাতীয় কর্তব্য হলো জনস্বার্থ রক্ষা করা। বোমা বর্ষণের জবাবে বোমা বর্ষণ করে ভারসাম্য রক্ষা করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে ওই বার্তায়।

বিগত কয়েক সপ্তায় ইহুদিবাদীরা গাজার বিভিন্ন এলাকায় দফায় দফায় মর্টার, হেলিকপ্টার এবং জঙ্গি বিমানের সাহায্যে হামলা চালিয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ