সৌদি সমর্থিত গেরিলাদেরকে সন্ত্রাসী বলল আরব আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i73254-সৌদি_সমর্থিত_গেরিলাদেরকে_সন্ত্রাসী_বলল_আরব_আমিরাত
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সৌদি সমর্থিত যেসব ব্যক্তি হুথিদের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে সংযুক্ত আরব আমিরাত সন্ত্রাসী বলে অভিহিত করেছে। আমিরাতের এ মন্তব্যের মধ্যদিয়ে ইয়েমেন ইস্যুকে কেন্দ্র করে আবুধাবি এবং রিয়াদের মধ্যকার মারাত্মক দ্বন্দ্ব ও মতভেদ আরো পরিষ্কার হয়ে উঠল।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
আগস্ট ৩১, ২০১৯ ১৭:১৪ Asia/Dhaka
  • সৌদি সমর্থিত ব্যক্তিদের ওপর সংযুক্ত আরব আমিরাতের বিমান হামলা
    সৌদি সমর্থিত ব্যক্তিদের ওপর সংযুক্ত আরব আমিরাতের বিমান হামলা

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সৌদি সমর্থিত যেসব ব্যক্তি হুথিদের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে সংযুক্ত আরব আমিরাত সন্ত্রাসী বলে অভিহিত করেছে। আমিরাতের এ মন্তব্যের মধ্যদিয়ে ইয়েমেন ইস্যুকে কেন্দ্র করে আবুধাবি এবং রিয়াদের মধ্যকার মারাত্মক দ্বন্দ্ব ও মতভেদ আরো পরিষ্কার হয়ে উঠল।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশের বিমান বাহিনী সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালিয়েছে, এসব সন্ত্রাসী সৌদি নেতৃত্বাধীন জোটের জন্য হুমকি সৃষ্টি করেছিল। সরেজমিন গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে এই বিমান হামলা চালানো হয়েছে বলে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে। আবুধাবির এবিবৃতিতে আরো বলা হয়েছে, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে আত্মরক্ষার জন্য আগেভাগে বিমান হামলা চালানো হয়।

এর আগে আরব আমিরাত সমর্থিত দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাকামীরা বন্দরনগরী এডেনের নিয়ন্ত্রণ গ্রহণ করে। ফলে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সমর্থিত যোদ্ধাদেরকে এডেন থেকে বহিষ্কৃত হতে বাধ্য হতে হয়েছে। হাদিপন্থীদের তথ্য অনুসারে, বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের বিমান হামলায় ৩০০’র বেশি সৌদি সমর্থিত গেরিলা হতাহত হয়েছে। মানসুর হাদি অনুগত কর্মকর্তারা বলছেন, সংযুক্ত আরব আমিরাত সৌদি সমর্থিত গেরিলাদেরকে সন্ত্রাসবাদে যুক্ত থাকার জন্য অভিযুক্ত করার চেষ্টা করছে।#

পার্সটুডে/এসআইবি/৩১