ইরানের সর্বোচ্চ নেতাকে কৃতজ্ঞতা জানিয়ে হামাস নেতা হানিয়া’র চিঠি
https://parstoday.ir/bn/news/west_asia-i73306-ইরানের_সর্বোচ্চ_নেতাকে_কৃতজ্ঞতা_জানিয়ে_হামাস_নেতা_হানিয়া’র_চিঠি
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, এই সংগঠন ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইহুদিবাদী ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে পাঠানো এক চিঠিতে এই প্রত্যয় ব্যক্ত করেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০১৯ ০৭:০৯ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে ইসমাইল হানিয়ার বৈঠক (১১ ফেব্রুয়ারি ২০১২)
    ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে ইসমাইল হানিয়ার বৈঠক (১১ ফেব্রুয়ারি ২০১২)

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, এই সংগঠন ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইহুদিবাদী ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে পাঠানো এক চিঠিতে এই প্রত্যয় ব্যক্ত করেছেন।

চিঠিতে তিনি গত জুলাই মাসে তেহরান সফরকারী হামাসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আয়াতুল্লাহ খামেনেয়ীর বক্তব্যের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। হানিয়ার চিঠির বক্তব্য রোববার গণমাধ্যমে প্রকাশিত হয়।

চিঠিতে তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে বলেন, “হামাসের প্রতিনিধিদলকে ইসরাইল-বিরোধী সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব রকম সহযোগিতা করার যে আশ্বাস আপনি দিয়েছেন সেজন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

জুলাই মাসে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস নেতাদের বৈঠক

হানিয়ার চিঠিতে আরো বলা হয়, ফিলিস্তিনকে ইহুদিবাদীদের জবরদখল থেকে মুক্ত করার চূড়ান্ত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত প্রতিরোধ অক্ষশক্তি বিশেষ করে এই অক্ষশক্তির মূল চালিকাশক্তি ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাবে হামাস। সেইসঙ্গে মহান আল্লাহর সাহায্য ও প্রতিশ্রুতির প্রতিও পূর্ণ আস্থা ও বিশ্বাস বজায় রাখবে এই সংগঠন।  হামাস নেতা তার চিঠিতে ইরানের সর্বোচ্চ নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। #

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।