বিদেশি হস্তক্ষেপ ছাড়াই ইরাকি সমস্যার সমাধান হতে হবে: হাকিম
(last modified Fri, 15 Nov 2019 06:23:29 GMT )
নভেম্বর ১৫, ২০১৯ ১২:২৩ Asia/Dhaka
  • মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আম্মার আল-হাকিমের বৈঠক
    মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আম্মার আল-হাকিমের বৈঠক

ইরাকের শীর্ষস্থানীয় প্রভাবশালী শিয়া নেতা আম্মার আল-হাকিম বলেছেন, দেশের ভেতরে বর্তমানে যে সমস্ত সমস্যা রয়েছে, বিদেশিদের হস্তক্ষেপ ছাড়াই তার সমাধান হতে হবে এবং এ সমাধান দেশীয় পর্যায়েই হতে হবে।

বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাতু টুয়েলারের সঙ্গে গতকাল এক বৈঠকে আম্মার আল-হাকিম এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, ইরাকের সমস্ত সমস্যার সমাধান অবশ্যই ইরাকি নেতাদের মাধ্যমে হতে হবে এবং সব রকমের বিদেশি হস্তক্ষেপ থেকে দেশকে মুক্ত রাখতে হবে।

ইরাকের ধর্মীয় নেতা বলেন, বিরোধী জোট ন্যাশনাল উইজডোম মুভমেন্ট অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার এবং বিক্ষোভকারীদের দাবি বাস্তবায়নের বিষয়ে সরকারি পদক্ষেপের ওপর গভীরভাবে নজর রাখছে।

ইরাকের সাম্প্রতিক বিক্ষোভ

আম্মার আল-হাকিম বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, সাম্প্রতিক বিক্ষোভে যে সমস্ত মানুষ নিহত হয়েছে, তার পেছনে কারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত দাবি করেন তার দেশ ইরাকের ইচ্ছার প্রতি সম্মান দেখায় এবং আশা করে ইরাক সরকার নিজেরাই সমস্যার সমাধান করতে পারবে। ইরাকের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি তার দেশে সব ধরনের বৈদেশিক হস্তক্ষেপ অবসানের উপর গুরুত্বারোপ করে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত তারও প্রশংসা করেন।

গত পহেলা নভেম্বর এক বক্তৃতায় আলী আল-সিস্তানি বলেছিলেন, ইরাকের বিক্ষোভকারীদের ন্যায্য দাবির প্রতি তিনি সমর্থন জানান; একই সঙ্গে তিনি ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশিদের যেকোনো রকম হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।#

পার্সটুডে/এসআইবি/১৫

ট্যাগ