‘নির্বাচনি আইন সংশোধনই পারে চলমান সহিংসতার অবসান ঘটাতে’
https://parstoday.ir/bn/news/west_asia-i75417-নির্বাচনি_আইন_সংশোধনই_পারে_চলমান_সহিংসতার_অবসান_ঘটাতে’
ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি সেদেশের নির্বাচনি আইন সংশোধন করার জন্য ইরাকি রাজনীতিবিদ ও আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাজধানী বাগদাদসহ দক্ষিণাঞ্চলের কিছু শহরে গত কয়েক সপ্তাহ ধরে যে সহিংস বিক্ষোভ চলছে একমাত্র নির্বাচনি আইন সংশোধনের মাধ্যমে তার অবসান ঘটানো যেতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৩, ২০১৯ ০৭:৩৮ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সিস্তানি
    আয়াতুল্লাহ সিস্তানি

ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি সেদেশের নির্বাচনি আইন সংশোধন করার জন্য ইরাকি রাজনীতিবিদ ও আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাজধানী বাগদাদসহ দক্ষিণাঞ্চলের কিছু শহরে গত কয়েক সপ্তাহ ধরে যে সহিংস বিক্ষোভ চলছে একমাত্র নির্বাচনি আইন সংশোধনের মাধ্যমে তার অবসান ঘটানো যেতে পারে।

আয়াতুল্লাহ সিস্তানি গতকাল (শুক্রবার) ইরাকের দক্ষিণাঞ্চলীয় কারাবালা নগরীর প্রধান জুমার নামাজে পাঠানোর এক বিবৃতিতে এ আহ্বান জানান। আয়াতুল্লাহ সিস্তানির প্রতিনিধি আব্দুল মাহদি কারবালায়ি বিবৃতিটি মুসল্লিদের পড়ে শোনান।

এতে বলা হয়, তিনি গত শুক্রবার বিক্ষোভকারীদের ন্যায়সঙ্গত দাবিদাওয়ার প্রতি সমর্থন জানিয়ে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।তিনি ওই আহ্বানের পুনরাবৃত্তি করে যোগ করেন, নির্বাচনি আইন ও নির্বাচন কমিশন সংক্রান্ত আইন সংশোধন করলে চলমান অচলাবস্থার অবসান হবে। তিনি বিক্ষোভকারীদেরকে শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ তুলে ধরতে এবং সব ধরনের নাশকতামূলক তৎপরতা পরিহার করতে জনগণের প্রতি আহ্বান জানান।

ইরাকে গত ২৫ অক্টোবর থেকে প্রশাসনে ব্যাপক দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে শত শত মানুষ হতাহত হয়েছেন।

৮৯ বছর বয়সি ইরাকের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সিস্তানিকে কখনো জনসম্মুখে দেখা যায়নি কিন্তু তারপরও দেশটির শিয়া মুসলমানদের মধ্যে তার ব্যাপক প্রভাব রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।