সিরিয়ায় রাসায়নিক হামলা সংক্রান্ত রিপোর্ট বিকৃত করেছে ওপিসিডাব্লিউ
(last modified Mon, 25 Nov 2019 13:35:36 GMT )
নভেম্বর ২৫, ২০১৯ ১৯:৩৫ Asia/Dhaka
  • ওপিসিডাব্লিউ
    ওপিসিডাব্লিউ

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দুমা শহরের রাসায়নিক হামলা সংক্রান্ত রিপোর্ট বিকৃত করেছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ। সংস্থার একজন সদস্যের পাঠানো ই মেইল প্রকাশ করে এ খবর দিয়েছে অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকস।

গত বছর যখন সিরিয়ার সামরিক বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে ছিল তখন এপ্রিল মাসে দুমা শহরে রাসায়নিক হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সিরিয়ার সরকারি বাহিনীকে কঠোরভাবে দোষারোপ করা হয় এবং এ বিষয়ে পশ্চিমা দেশগুলো ও তাদের গণমাধ্যম বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালায়। শুধু তাই নয়, রাসায়নিক হামলার এক সপ্তাহের মধ্যে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সম্মিলিতভাবে সিরিয়ার দামেস্ক এবং হোমস শহরের গুরুত্বপূর্ণ বিজ্ঞান গবেষণা স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

২০১৮ সালের ২২ জুন পাঠানো ওই ই মেইলে ওপিসিডাব্লিউ’র সদস্য বলেছেন, “বহু তথ্য ও পর্যবেক্ষণ জটিল করে একটির ভেতরে জড়িয়ে দিয়ে এবং কোনো কোনো অংশ চেপে গিয়ে পক্ষপাতিত্ব করে এমন একটি রিপোর্ট পেশ করা হয়েছে যার বিশ্বস্ততাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৫