ইরাকি ধর্মীয় কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে বাগদাদে বিশাল সমাবেশ
(last modified Thu, 05 Dec 2019 12:51:34 GMT )
ডিসেম্বর ০৫, ২০১৯ ১৮:৫১ Asia/Dhaka
  • বাগাদাদে আলেম সমাজের প্রতি সমর্থন জানিয়ে সমাবেশ
    বাগাদাদে আলেম সমাজের প্রতি সমর্থন জানিয়ে সমাবেশ

ইরাকের ধর্মীয় কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে দেশটির সাধারণ জনগণ রাজধানী বাগদাদে বিশাল সমাবেশ করেছে। সমাবেশে যোগ দেয়ার লোকজন সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলেছে এবং যেকোনো ধরনের নাশকতা থেকে দূরে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

বিক্ষোভকারীরা আজ (বৃহস্পতিবার) রাজধানী বাগদাদের আন্দোলনের প্রতীক তাহরির চত্বরে সমবেত হয়। তারা সহিংস বিক্ষোভকারীদের বয়কট করার জন্য লোকজনের প্রতি আহ্বান জানায়। এসময় সমাবেশে যোগ দেয়া লোকজন ‘আমেরিকা ধ্বংস হোক’ স্লোগানে ওই এলাকা প্রকম্পিত করে তোলে। তাদের হাতে যে সমস্ত ফেস্টুন এবং প্ল্যাকার্ড ছিল তাতেও মার্কিন বিরোধী স্লোগান লেখা ছিল।

বিক্ষোভকারীদের হাতে আয়াতুল্লাহ সিস্তানির ছবি

শুক্রবারের জুমার খুতবায় ইরাকের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি বিক্ষোভকারীদের প্রতি সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণ ও সম্পদের উপরে কাউকে হামলা করতে দেয়া যাবে না। তিনি বলেন, যারাই সহিংসতা করুক না কেন তাদের কাউকে সহিংসতার সুযোগ দেয়া ঠিক হবে না।

ইরাকে সাম্প্রতিক বিক্ষোভের সময় মুখোশধারী দুষ্কৃতকারীরা পবিত্র নাজাফ শহরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এরপর আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি ওই বক্তব্য দেন।#

পার্সটুডে/এসআইবি/৫

ট্যাগ