ব্রাজিলের কূটনীতিককে তলব করেছে ফিলিস্তিন
https://parstoday.ir/bn/news/west_asia-i75744-ব্রাজিলের_কূটনীতিককে_তলব_করেছে_ফিলিস্তিন
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ছেলে এবং সংসদ সদস্য এডুআরদো বোলসোনারো ইহুদিবাদী ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি অবৈধ ইহুদি বসতি পরিদর্শন করার প্রতিবাদ জানাতে ব্রাজিলের একজন কূটনীতিককে তলব করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৭, ২০১৯ ১৭:৪৪ Asia/Dhaka
  • ফিলিস্তিনে নিযুক্ত ব্রাজিলের কূটনীতিক ফ্রান্সিস্কো ব্রাসিল দে হোলানদা
    ফিলিস্তিনে নিযুক্ত ব্রাজিলের কূটনীতিক ফ্রান্সিস্কো ব্রাসিল দে হোলানদা

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ছেলে এবং সংসদ সদস্য এডুআরদো বোলসোনারো ইহুদিবাদী ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি অবৈধ ইহুদি বসতি পরিদর্শন করার প্রতিবাদ জানাতে ব্রাজিলের একজন কূটনীতিককে তলব করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল বিষয়ক ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হানান জারার ব্রাজিলের কূটনীতিক ফ্রান্সিস্কো ব্রাসিল দে হোলানদাকে বৃহস্পতিবার তলব করেন। তলব করার পর ব্রাজিলের এ প্রতিনিধির কাছে ফিলিস্তিনের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়।

জারার বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ করা হয়েছে এবং এটি সম্পূর্ণভাবে অবৈধ। সেই বসতি বোলসোনারো পরিদর্শন করে চরমভাবে আন্তর্জাতিক আইন লংঘন করেছেন। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া এ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবও তিনি লংঘন করেছেন।

১৯৬৭ সালের যুদ্ধের পর ইহুদিবাদী ইসরাইল অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম বা আল-কুদ্‌স শহরে অন্তত ২৩০টি অবৈধ বসতি নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে এবং সেখানে ছয় লাখের বেশি ইসরাইলি বসবাস করছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বহুবার ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার এক মাসেরও কম সময় আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইহুদিবাদী ইসরাইলকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে তাদের সমস্ত অবৈধ বসতি নির্মাণ তৎপরতা বন্ধ করার জন্য একটি প্রস্তাব পাস করেছিল। আল-কুদ্‌স শহরকে ভবিষ্যত ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী বানাতে চান সেখানকার নেতারা।#

পার্সটুডে/এসআইবি/৭