জেরুজালেম শহরে ব্রাজিল খুলছে বাণিজ্যিক কার্যালয়; আরব লীগের নিন্দা
-
আরব লীগের বৈঠক (ফাইল ফটো)
অধিকৃত ফিলিস্তিনের পবিত্র আল-কুদ্স বা জেরুজালেম শহরে একটি বাণিজ্যিক কার্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। দেশটির এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরব লীগ।
সংস্থাটি বলেছে, ব্রাজিলের এ সিদ্ধান্তের কারণে আরব বিশ্বে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ ক্ষতগ্রিস্ত হবে। ব্রাজিলের এ সিদ্ধান্তকে আরব লীগ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেছে।
গতকাল (বৃহস্পতিবার) মিশরের রাজধানী কায়রোয় সংস্থার সদরদপ্তরে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর আরব লীগ বলেছে, ব্রাজিলের এই পদক্ষেপ একতরফা এবং ইহুদিবাদী ইসরাইল পূর্ব জেরুজালেম শহরকে নিয়ন্ত্রণের জন্য যে অবৈধ নীতি অনুসরণ করে আসছে তার প্রতি পক্ষপাতপূর্ণ সমর্থন।
সংস্থাটি বলেছে, ফিলিস্তিনিদের প্রতি ব্রাজিল সরকারের নীতির এই নেতিবাচক পরিবর্তন আরব বিশ্বে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ ক্ষুণ্ন করবে। ব্রাজিলের কয়েক দশকের অনুসৃত নীতিতে পরিবর্তন আনায় গভীর দুঃখ প্রকাশ করেছে আরব লীগ।
এদিকে, ব্রাজিলের পদক্ষেপের কঠোর প্রতিবাদ জানিয়েছে কুয়েত। এ সংস্থায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আহমাদ আল-বাক্র বলেছেন, ইসরাইলের প্রতি পক্ষাপাতদুষ্ট যেকোনো পদক্ষেপকে প্রত্যাখান করছে তার দেশ। তিনি বলেন, জেরুজালেম শহরে ব্রাজিলের বাণিজ্যিক কার্যালয় খোলার পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।#
পার্সটুডে/এসআইবি/২০