লিবিয়ায় সেনা মোতায়েন করবে তুরস্ক; শিগগিরই বিল পাস
https://parstoday.ir/bn/news/west_asia-i76215-লিবিয়ায়_সেনা_মোতায়েন_করবে_তুরস্ক_শিগগিরই_বিল_পাস
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, লিবিয়ায় সেনা পাঠানোর জন্য তুর্কি সংসদে একটি বিল পাস করা হবে। তিনি বলেন, লিবিয়ার সরকার তুরস্ককে সেনা মোতায়েনের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৯ ১৭:৫৪ Asia/Dhaka
  • তুরস্কের সেনা (ফাইল ফটো)
    তুরস্কের সেনা (ফাইল ফটো)

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, লিবিয়ায় সেনা পাঠানোর জন্য তুর্কি সংসদে একটি বিল পাস করা হবে। তিনি বলেন, লিবিয়ার সরকার তুরস্ককে সেনা মোতায়েনের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

এরদোগান জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার সরকারকে সহযোগিতা করার জন্য জানুয়ারি মাসেই তুরস্কের সংসদে তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একটি বিল আনবে। আজ (বৃহস্পতিবার) রাজধানী আঙ্কারায় একে পার্টির সদস্যদের এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় তিনি একথা বলেন।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

এরদোগান বলেন, যেহেতু লিবিয়ার পক্ষ থেকে আমন্ত্রণ আছে সেক্ষেত্রে আমরা তা গ্রহণ করব এবং আমরা শিগগিরই লিবিয়ায় সেনা পাঠানোর ব্যাপারে একটি প্রস্তাবনা সংসদের কার্যতালিকায় আনবো। ইনশাল্লাহ আগামী ৮ অথবা ৯ জানুয়ারি সংসদে এ বিল পাস হবে।

লিবিয়া সরকারের সঙ্গে তুরস্ক সম্প্রতি একটি সামরিক চুক্তি করেছে এবং এরইমধ্যে তুর্কি সংসদে তা অনুমোদন করা হয়েছে। তবে লিবিয়ায় সেনা পাঠাতে হলে সংসদ থেকে তার জন্য আলাদাভাবে অনুমোদন নিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২৬