আরব দেশগুলোর সঙ্গে শিগগিরই চুক্তি সই করবে ইসরাইল: নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i76298-আরব_দেশগুলোর_সঙ্গে_শিগগিরই_চুক্তি_সই_করবে_ইসরাইল_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আরব দেশগুলোর সঙ্গে শিগগিরই তেল আবিব সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করবে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৯ ১৭:০৫ Asia/Dhaka
  • সুলতান কাবুসের সঙ্গে (বামে) নেতানিয়াহুর বৈঠক
    সুলতান কাবুসের সঙ্গে (বামে) নেতানিয়াহুর বৈঠক

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আরব দেশগুলোর সঙ্গে শিগগিরই তেল আবিব সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করবে।

গতরাতে লিকুদ পার্টির এক অনুষ্ঠানে তিনি ওমান সফরের কথা উল্লেখ করে বলেন, "আগামী বছরগুলোতে আমি কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এবং তাদের সঙ্গে শান্তি চুক্তি সইয়ের আশা করছি।" ওমান সফরের কথা উল্লেখ করলেও আরব এ দেশটির সঙ্গে ইসরাইলের আনুষ্ঠানিক কোনো কুটনৈতিক সম্পর্ক নেই।

২০১৮ সালের অক্টোবর মাসে নেতানিয়াহু ওমান সফর করেন এবং রাজধানী মাস্কাটে দেশটির শাসক সুলতান কাবুসের সঙ্গে বৈঠক করেন। তবে নেতানিয়াহু ইসরাইলে ফিরে না যাওয়া পর্যন্ত ওই সফরের কথা গোপন রাখা হয়।

বাহরাইন সম্মেলনে বক্তব্য রাখছেন ট্রাম্পের উপদেষ্টা ও জামাই জারেড কুশনার

আরব দেশগুলোর মধ্যে শুধু জর্দান এবং মিশরের সঙ্গে ইসরাইলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক আছে। তবে, সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনসহ বেশ কয়েকটি আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। এরইমধ্যে ইসরাইলের সঙ্গে আরব দেশগুলো নানাভাবে যোগাযোগ বহুগুণ বাড়িয়েছে। ২০১৮ সালের জুন মাসে বাহরাইনে মার্কিন নেতৃত্বাধীন একটি অর্থনৈতিক সম্মেলনে ইহুদিবাদী ইসরাইলকে আমন্ত্রণ জানিয়েছিল মানামা। এছাড়া, সম্প্রতি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সফর করেছেন।#

পার্সটুডে/এসআইবি/৩০