আরো ৭০০ তুর্কি নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
https://parstoday.ir/bn/news/west_asia-i77567-আরো_৭০০_তুর্কি_নাগরিকের_বিরুদ্ধে_গ্রেফতারি_পরোয়ানা
আমেরিকায় স্বেচ্ছানির্বাসনে থাকা তুরস্কের বিরোধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে দেশটির ৭০০ ব্যক্তির বিরুদ্ধে তুরস্কের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তুর্কি সরকার অভিযোগ করে আসছে, গুলেনের উসকানিতে ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থান হয়েছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ১৮:০২ Asia/Dhaka
  • তুরস্কে ধরপাকড় চলছেই
    তুরস্কে ধরপাকড় চলছেই

আমেরিকায় স্বেচ্ছানির্বাসনে থাকা তুরস্কের বিরোধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে দেশটির ৭০০ ব্যক্তির বিরুদ্ধে তুরস্কের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তুর্কি সরকার অভিযোগ করে আসছে, গুলেনের উসকানিতে ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থান হয়েছিল।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু আজ (মঙ্গলবার) জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া লোকজনের ভেতরে তুরস্কের আইন ও বিচার মন্ত্রণালয় এবং সামরিক বাহিনীর লোকজনও রয়েছেন।

২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থান  

বার্তা সংস্থাটি বলছে, আইন ও বিচার মন্ত্রণালয়ের ৭১ জনকে গ্রেফতার করা হবে এবং সশস্ত্র বাহিনীর ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে যার মধ্যে বর্তমানে ১০১ জন কর্মকর্তা চাকরিতে বহাল আছেন। ২০০৯ সালের একটি দুর্নীতির ঘটনা তদন্ত করতে গিয়ে গুলেনের সঙ্গে এই সমস্ত ব্যক্তির জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, তুরস্কের বেসরকারি বার্তা সংস্থা ডেমিরোরেন বলেছে, নতুন করে ধরপাকড় ও গ্রেফতারি অভিযানে ১০০ জনকে আটক করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৮