হাশদ আশ-শাবির বিভিন্ন অবস্থানে মার্কিন বাহিনীর বিমান হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i78229-হাশদ_আশ_শাবির_বিভিন্ন_অবস্থানে_মার্কিন_বাহিনীর_বিমান_হামলা
ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির বিভিন্ন অবস্থানে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। সিরিয়ার দেইর আজ-যোর প্রদেশের কাছে হাশদ আশ-শাবির একটি অবস্থানে মার্কিন বিমান হামলায় ১৮ যোদ্ধা নিহত হওয়ার একদিন পর আমেরিকা ইরাকের মাটিতে এই সিরিজ হামলা চালালো।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ১৩, ২০২০ ১১:০৪ Asia/Dhaka
  • মার্কিন বিমান হামলায় বিধব্স্ত ইরাকের নির্মাণাধীন একটি বিমানবন্দরের ভবন
    মার্কিন বিমান হামলায় বিধব্স্ত ইরাকের নির্মাণাধীন একটি বিমানবন্দরের ভবন

ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির বিভিন্ন অবস্থানে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। সিরিয়ার দেইর আজ-যোর প্রদেশের কাছে হাশদ আশ-শাবির একটি অবস্থানে মার্কিন বিমান হামলায় ১৮ যোদ্ধা নিহত হওয়ার একদিন পর আমেরিকা ইরাকের মাটিতে এই সিরিজ হামলা চালালো।

ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত সোয়া একটার দিকে মার্কিন বাহিনী হাশদ আশ-শাবির সদর দপ্তরে বিমান হামলা চালায়। বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জার্ফ আন-নাসের শহর, বাবিল শহর, পবিত্র নাজাফ এবং প্রাচীন আলেক্সান্দ্রিয়া শহরে বিমান হামলা চালানো হয়েছে।

হাশদ আশ-শাবির অবস্থানে মার্কিন সেনাদের বিমান হামলা

ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিংবা মার্কিন বাহিনীর পক্ষ থেকে হামলায় কতজন হতাহত হয়েছে তার কোনো পরিসংখ্যান দেয়া হয় নি। মার্কিন বাহিনী জানিয়েছে, তারা ড্রোন নয় বরং জঙ্গিবিমান দিয়ে হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, “প্রয়োজন হলে আমেরিকা আবারো হামলা চালাতে প্রস্তুত রয়েছে। ইরাক ও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের রক্ষার জন্যে আমেরিকা যেকোনো ধরনের পদক্ষেপ নেবে।”#

পার্সটুডে/এসআইবি/১৩