হাশদ আশ-শাবির অবস্থানে মার্কিন হামলার নিন্দা জানাল ইরাক
ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির বিভিন্ন অবস্থানে দফায় দফায় মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির প্রতিরোধকামী সংগঠন এবং ব্যক্তি।
মার্কিন বাহিনী আজ (শুক্রবার) ইরাকের সালাউদ্দিন, বাবেল, বসরা এবং কারবালা শহরে হাশদ আশ-শাবি এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ইরাকি সেনা সদস্য এবং বেসামরিক ব্যক্তি হতাহত হওয়ার পাশাপাশি কারবালা শহরে বর্তমানে নির্মাণাধীন বিমানবন্দর মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহির দফতর এক বিবৃতিতে ইরাকি সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক ব্যক্তি এবং হাশদ আশ-শাবির অবস্থানে মার্কিন বাহিনীর বিমান হামলাকে ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। বিবৃতিতে ইরাকের পবিত্র ভূমি কারবালায় নির্মাণাধীন বিমান বন্দরসহ বিভিন্ন ভূখণ্ডে মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন বাহিনী এ ধরনের হামলা অব্যাহত রাখলে ইরাকে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং এতে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ আবারো শক্তিশালী হওয়ার সুযোগ পাবে।#
পার্সটুডে/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।