সিরিয়ায় তুরস্ক পাঠাল নতুন সামরিক বহর
https://parstoday.ir/bn/news/west_asia-i79090-সিরিয়ায়_তুরস্ক_পাঠাল_নতুন_সামরিক_বহর
তুরস্ক সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে নতুন একটি সামরিক বহর পাঠিয়েছে। ইদলিবে সহিংসতা বন্ধের লক্ষ্যে মস্কোর সঙ্গে আঙ্কারা চুক্তি সই করার পরও এ বহরকে সেখানে পাঠান হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৫, ২০২০ ১১:৪৬ Asia/Dhaka
  • তুর্কি  সামরিক বহর
    তুর্কি সামরিক বহর

তুরস্ক সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে নতুন একটি সামরিক বহর পাঠিয়েছে। ইদলিবে সহিংসতা বন্ধের লক্ষ্যে মস্কোর সঙ্গে আঙ্কারা চুক্তি সই করার পরও এ বহরকে সেখানে পাঠান হয়।

ব্রিটিশভিত্তিক কথিত মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওএইচআর নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে আরও জানায়, ৩৫ টি সামরিক যানের তুর্কি বহর কাফর লুসিন সীমান্ত পার হয়ে সিরিয়ার ভূখণ্ডে ঢুকেছে। সেখান থেকে বহরটি তুর্কি অবস্থানের দিকে যাত্রা করে।

ইদলিবে মোতায়েন তুর্কি সামরিক ইউনিটের সংখ্যা বৃদ্ধি করল নতুন সেনা বহর। যুদ্ধবিরতি কার্যকর করার হওয়ার পরই ইদলিবে ঢুকেছিল তুর্কি ইউনিটগুলো। ইদলিবে সেনা সংখ্যা নাটকীয় ভাবে বেড়ে প্রায় ৬ হাজারে পৌঁছেছে। এ ছাড়া, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিরিয়ায় ২ ফেব্রুয়ারির পর তুর্কি ১০,৩০০ সেনা মোতায়েন করা হয়।

অবশ্য, এ সব তথ্য স্বতন্ত্র ভাবে যাচাই করা সম্ভব হয় নি। আঙ্কারা বা দামেস্কেও এ সব তথ্য তাৎক্ষণিক নিশ্চিত করে নি।

পার্সটুডে/মূসা রেজা/১৫ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।