সিরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ ট্রাক বোমা বিস্ফোরণ; নিহত অন্তত ৪০
https://parstoday.ir/bn/news/west_asia-i79440-সিরিয়ার_উত্তরাঞ্চলে_ভয়াবহ_ট্রাক_বোমা_বিস্ফোরণ_নিহত_অন্তত_৪০
সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সেনাদের নিয়ন্ত্রিত আফরিন শহরে এক ভয়াবহ ট্রাক বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও আরো প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৯, ২০২০ ০৬:০২ Asia/Dhaka
  • বিস্ফোরণে বহু গাড়ি ভস্মিভূত হয়
    বিস্ফোরণে বহু গাড়ি ভস্মিভূত হয়

সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সেনাদের নিয়ন্ত্রিত আফরিন শহরে এক ভয়াবহ ট্রাক বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও আরো প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজের অফিসিয়াল টুইটার পেজে এ খবর দিয়ে জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত আফরিন শহরে মঙ্গলবার বিকেলে এ বিস্ফোরণে ঘটে।

কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি’কে দমনের অজুহাতে তুর্কি সেনারা দুই বছরেরও বেশি সময় আগে থেকে আফরিন শহর ও এর আশপাশের বিশাল এলাকা দখল করে রেখেছে।

আফ্রিনে গতকালের বিস্ফোরণের মুহূর্তের ছবি

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও  ১১টি শিশু রয়েছে। ট্রাক বোমা হামলার জন্য ওয়াইপিজি বিদ্রোহীদের দায়ী করে তুরস্ক আরো জানিয়েছে, বিস্ফোরণে ৪৭ ব্যক্তি আহত হয়েছে যাদের মধ্যে অনেকে অবস্থা আশঙ্কাজনক।

লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, একটি বাজারের মধ্যে জ্বালানী ট্রাক বোমাটি বিস্ফোরিত হয়। নিহতদের মধ্যে তুর্কি-সমর্থিত ছয় জঙ্গিও রয়েছে বলে অবজারভেটরি জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।