বৈষম্যের সমালোচনা করায় শিয়া অ্যাক্টিভিস্টকে আটক করল সৌদি কর্তৃপক্ষ
https://parstoday.ir/bn/news/west_asia-i79456-বৈষম্যের_সমালোচনা_করায়_শিয়া_অ্যাক্টিভিস্টকে_আটক_করল_সৌদি_কর্তৃপক্ষ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে রাষ্ট্রীয় বৈষম্যের সমালোচনা করায় সেখানকার একজন অ্যাক্টিভিস্টকে আটক করেছে সৌদি সরকার।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
এপ্রিল ২৯, ২০২০ ১৭:৩৩ Asia/Dhaka
  • কাতিফে সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ
    কাতিফে সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে রাষ্ট্রীয় বৈষম্যের সমালোচনা করায় সেখানকার একজন অ্যাক্টিভিস্টকে আটক করেছে সৌদি সরকার।

আরবি ভাষার মিরাত আল-জাজিরা নিউজ ওয়েবসাইট গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, গত শুক্রবার সৌদি অ্যাক্টিভিস্ট আতেফ আব্দুল ওয়াহিদ আল-গানেমকে শুক্রবার পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

কাতিফে একজন নাগরিক তার টুইটার অ্যাকাউন্টে আব্দুল ওয়াহিদ এর আটকের খবর প্রকাশ করার পর গতকাল তা জনসমক্ষে আসে। টুইটার পোস্টে জানানো হয়েছে, কাঁথিতে শিয়া মুসলমানদের বিরুদ্ধে সরকারের বর্ণবাদী ও বৈষম্যমূলক নিতে চলে আসছে তার সমালোচনা করার কারণে আর দেব আবদুল ওয়াহিদ আল-গানেমকে আটক করা হয়েছে।

২০১১ সাল থেকে কাতিফ প্রদেশে সৌদি সরকারের বিরুদ্ধে প্রচণ্ড রকমের বর্ণবাদ-বিরোধী বিক্ষোভ চলে আসছে। ওই এলাকায় শিয়া মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলেও তাদের সৌদি সরকার তেমন কোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেয় না।#

পার্সটুডে/এসআইবি/২৯