বায়তুল মুকাদ্দাসের জন্যই জেনারেল সোলাইমানি শহীদ হয়েছেন: হামাস কমান্ডার
(last modified Sat, 16 May 2020 10:03:58 GMT )
মে ১৬, ২০২০ ১৬:০৩ Asia/Dhaka
  • ইসমাইল রেজওয়ান
    ইসমাইল রেজওয়ান

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী কমান্ডার ইসমাইল রেজওয়ান বলেছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার অধিকার হরণ করা যাবে না। হয়তো সময় পার হতে থাকবে, দখলদারি তৎপরতার হয়তো আরও বাড়বে কিন্তু ফিলিস্তিনিরা তাদের এ পবিত্র অধিকারের ক্ষেত্রে ছাড় দেবে না।

তিনি বলেন,   ফিলিস্তিন হচ্ছে ইসলামি ও আরব ভূখণ্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র মাধ্যমে ভূমির অধিকার হরণ করা যাবে না। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী উপলক্ষে আল-আলম টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

হামাসের এই কমান্ডার বলেন, ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ শুধু ফিলিস্তিনিদের টার্গেট করেনি বরং তা আরব তথা গোটা মুসলিম বিশ্বকেই লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।    

ইসমাইল রেজওয়ান আরও বলেন, মার্কিন পরিকল্পনা মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। এ কারণে তা ইহুদিবাদী ইসরাইলকে বৈধতা দিতে পারবে না। যা মিথ্যার ওপর প্রতিষ্ঠিত তা ব্যর্থ হতে বাধ্য।  

হামাসের এই নেতা বলেন, গাজার প্রতিরোধ সংগ্রামীরা মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। এক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ প্রতিরোধ ফ্রন্টের সমর্থন ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি বায়তুল মুকাদ্দাসের জন্য শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ