দক্ষিণ লেবানন মুক্ত দিবস; সব ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হবে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i80161-দক্ষিণ_লেবানন_মুক্ত_দিবস_সব_ফিলিস্তিনি_ভূখণ্ড_মুক্ত_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, দক্ষিণ লেবাননকে দখলমুক্ত করার মধ্যদিয়েই পশ্চিম এশিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয় এবং এরই ধারাবাহিকতায় দখলকৃত সব ভূখণ্ড মুক্ত হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৫, ২০২০ ১৫:০৪ Asia/Dhaka
  • লারিজানি
    লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, দক্ষিণ লেবাননকে দখলমুক্ত করার মধ্যদিয়েই পশ্চিম এশিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয় এবং এরই ধারাবাহিকতায় দখলকৃত সব ভূখণ্ড মুক্ত হবে।

দক্ষিণ লেবানন মুক্ত দিবস উপলক্ষে লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি'র কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন।

লারিজানি বলেন, দখলদার ইসরাইলের কবল থেকে দক্ষিণ লেবাননকে মুক্ত করার ঘটনা নিঃসন্দেহে এই অঞ্চলের গণপ্রতিরোধের ইতিহাসের এক সোনালী অধ্যায়। এর মধ্যদিয়ে ইসরাইলের অপরাজেয় থাকার দম্ভ চূর্ণ হয়ে যায় এবং তাদের ফাঁকা বুলি সবার কাছে স্পষ্ট হয়ে পড়ে।

তিনি বলেন, এই বিজয়ের ধারাবাহিকতায় ইসলামি প্রতিরোধ ফ্রন্ট দখলদার ইসরাইলের বিরুদ্ধে পরিপূর্ণ বিজয় অর্জন করবে।

দুই হাজার সালের ২৫ মে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সমর্থনপুষ্ট ইহুদিবাদী ইসরাইল লেবাননের প্রতিরোধ সংগ্রামীদের কাছে পরাজিত হয়ে দক্ষিণ লেবানন থেকে পিছু হটতে বাধ্য হয়। সেখান থেকে সব দখলদার সেনা পালিয়ে যায়।

এরপর থেকে প্রতি বছর দক্ষিণ লেবানন মুক্ত হওয়ার এ দিনটি প্রতিরোধ ও বিজয়ের দিবস হিসেবে পালিত হয়ে আসছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।