পশ্চিম তীর দখলের ইসরাইলি সিদ্ধান্তের বিরোধিতা করলো কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i80410-পশ্চিম_তীর_দখলের_ইসরাইলি_সিদ্ধান্তের_বিরোধিতা_করলো_কাতার
জর্দান নদীর পশ্চিম তীর দখলের ইসরাইলি সিদ্ধান্তের বিরোধিতা করলো কাতার।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ০৩, ২০২০ ১৮:৫৬ Asia/Dhaka
  • মুহাম্মাদ বিন আব্দুর রাহমান
    মুহাম্মাদ বিন আব্দুর রাহমান

জর্দান নদীর পশ্চিম তীর দখলের ইসরাইলি সিদ্ধান্তের বিরোধিতা করলো কাতার।

বার্তা সংস্থা ফার্স আজ জানিয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রাহমান ওই বিরোধিতার কথা সরাসরি ঘোষণা করে বলেছেন: পশ্চিম তীর দখলের ইসরাইলি যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে দোহা রুখে দাঁড়াবে। সেইসঙ্গে ফিলিস্তিনি জাতিকে তাদের ভূখণ্ড রক্ষায় সহযোগিতা দেওয়ার কথাও ঘোষণা করেন মুহাম্মাদ বিন আব্দুর রাহমান।

করোনাকে সমগ্র বিশ্বের জন্য একটি বৃহৎ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় ফিলিস্তিনি জাতিকে সহায়তা অব্যাহত রাখবে দোহা। ইহুদিবাদী ইসরাইলি কর্মকর্তারা সম্মত হয়েছে পশ্চিম তীরের কিছু অংশকে অধিকৃত ভূখণ্ডের সঙ্গে সংযোজন করার পরিকল্পনা বাস্তবায়নের কাজ আসছে জুলাই মাসে শুরু করবে।

পার্সটুডে/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।