তুর্কি সামরিক বাহিনীর আরো ২৭৫ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
https://parstoday.ir/bn/news/west_asia-i80558-তুর্কি_সামরিক_বাহিনীর_আরো_২৭৫_সদস্যের_বিরুদ্ধে_গ্রেফতারি_পরোয়ানা_জারি
আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসিত তুরস্কের বিরোধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে আরো ২৭৫ ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুর্কি সরকার। এসব ব্যক্তির বেশিরভাগই সামরিক বাহিনীর সদস্য বলে জানা গেছে। ২০১৫ সালে সংঘটিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে এ সমস্ত ব্যক্তির সম্পর্ক ছিল বলে তুর্কি সরকার মনে করছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ০৯, ২০২০ ১৯:৩২ Asia/Dhaka
  • তুর্কি পুলিশ
    তুর্কি পুলিশ

আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসিত তুরস্কের বিরোধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে আরো ২৭৫ ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুর্কি সরকার। এসব ব্যক্তির বেশিরভাগই সামরিক বাহিনীর সদস্য বলে জানা গেছে। ২০১৫ সালে সংঘটিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে এ সমস্ত ব্যক্তির সম্পর্ক ছিল বলে তুর্কি সরকার মনে করছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংস্থা আনাদোলু জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে ১৪৫ জনকে এরইমধ্যে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার আগে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আজমির শহরসহ ২২টি প্রদেশে পুলিশ গ্রেফতার অভিযান চালায়। সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে গুলেনের অনুগত লোকজনের যোগাযোগ ছিল বলে দাবি করছে তুর্কি সরকার।

এদিকে, তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামরিক বাহিনীর ১৬ সদস্যকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর থেকে আটক করেছে। এছাড়া, ইস্তাম্বুলের পুলিশ জানিয়েছে- আদালত তাদেরকে সামরিক বাহিনীর ৪৪ সদস্যকে আটকের নির্দেশ দিয়েছে যার মধ্যে একজন মেজর এবং তিনজন লেফটেন্যান্ট রয়েছেন। এছাড়া কয়েকজন ডাক্তার এবং শিক্ষক রয়েছেন সন্দেহভাজনদের তালিকায়।#

পার্সটুডে/এসআইবি/৯