হাফতারকে রক্ষা করার জন্য লিবিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর: তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i80618-হাফতারকে_রক্ষা_করার_জন্য_লিবিয়ায়_যুদ্ধবিরতির_প্রস্তাব_দিয়েছে_মিশর_তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, লিবিয়ায় যুদ্ধবিরতির জন্য মিশর যে প্রস্তাব দিয়েছে তা আন্তরিক নয় বরং বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারকে রক্ষা করার জন্য এই প্রস্তাব দেয়া হয়েছে। মিশরের দেয়া প্রস্তাবের সমালোচনাও করেছেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১২, ২০২০ ১৬:৪৫ Asia/Dhaka
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, লিবিয়ায় যুদ্ধবিরতির জন্য মিশর যে প্রস্তাব দিয়েছে তা আন্তরিক নয় বরং বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারকে রক্ষা করার জন্য এই প্রস্তাব দেয়া হয়েছে। মিশরের দেয়া প্রস্তাবের সমালোচনাও করেছেন তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত লিবিয়ার জাতীয় সরকারকে সমর্থন করছে তুরস্ক। অন্যদিকে, লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারকে সমর্থন করছে সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ কয়েকটি আঞ্চলিক দেশ। যখন হাফতারের নেতৃত্বাধীন গেরিলারা একের পর এক তাদের নিয়ন্ত্রিত এলাকা হারাচ্ছে তখন মিশর এই যুদ্ধবিরতির প্রস্তাব দিল। প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়া।

জেনারেল হাফতার

মিশরের প্রস্তাব সম্পর্কে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে মিশরের প্রস্তাব এখনো ‘মৃত অবস্থায়’ রয়েছে। যদি কোনো যুদ্ধবিরতি চুক্তি করতে হয় তাহলে লিবিয়ার সবাইকে নিয়ে তা করতে হবে। চাভুসওগ্লু বলেন, “এখনো মনে হচ্ছে যুদ্ধবিরতির এই প্রস্তাব হাফতারকে রক্ষা করার জন্য; এটি আমাদের কাছে কোনো আন্তরিক অথবা বিশ্বাসযোগ্য প্রস্তাব নয়।”#

পার্সটুডে/এসআইবি/১২