মার্কিন অধিকৃত তাজি ঘাঁটিতে আবার রকেট হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i80666-মার্কিন_অধিকৃত_তাজি_ঘাঁটিতে_আবার_রকেট_হামলা
মার্কিন অধিকৃত ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে আবার রকেট হামলা হয়েছে। ইরাকি নিরাপত্তাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি ঘাঁটিতে দু'টি রকেট আঘাত হেনেছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয় নি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ১৪, ২০২০ ১১:০০ Asia/Dhaka
  • তাজি ঘাঁটিতে মার্কিন সেনাদের প্রহরা দেখা যাচ্ছে (ফাইল ফটো)
    তাজি ঘাঁটিতে মার্কিন সেনাদের প্রহরা দেখা যাচ্ছে (ফাইল ফটো)

মার্কিন অধিকৃত ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে আবার রকেট হামলা হয়েছে। ইরাকি নিরাপত্তাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি ঘাঁটিতে দু'টি রকেট আঘাত হেনেছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয় নি।

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের পক্ষ থেকেও রকেট হামলার কথা নিশ্চিত করা হয়েছে তবে আন্তর্জাতিক জোটের বিবৃতিতে বলা হয়েছে, তাজি ঘাঁটির যে অংশে বিদেশি সেনাদের অবস্থান তার বাইরে পড়েছে রকেট দুটি। এখনো পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করে নি

গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাকের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং দূতাবাসে অন্তত ৩০ বার রকেট হামলা হয়েছে। এসব হামলার কারণে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। গত মার্চ মাসে তাজি ঘাঁটিতে রকেট হামলায় আমেরিকার দুই সেনা ও ব্রিটেনের এক সেনা নিহত হয়েছিল।

গত ৩ জানুয়ারি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার পর ইরাকি জনগণের মধ্যে মার্কিন-বিরোধী মনোভাব তুঙ্গে উঠেছে।#

পার্সটুডে/এসআইবি/১৪