অধিকৃত গোলান উপত্যকা মুক্ত করাই জাতীয় অগ্রাধিকার: বাশার জাফারি
https://parstoday.ir/bn/news/west_asia-i81654-অধিকৃত_গোলান_উপত্যকা_মুক্ত_করাই_জাতীয়_অগ্রাধিকার_বাশার_জাফারি
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে গোলান উপত্যকা মুক্ত করা এবং সেখানে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে সিরিয়ার জাতীয় অগ্রাধিকার। তিনি বলেন, ইসরাইলি দখলদারিত্ব থেকে গোলান উপত্যকা মুক্ত করার ক্ষেত্রে সব রকমের অধিকার সিরিয়ার রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২২, ২০২০ ১৯:৪১ Asia/Dhaka
  • বাশার আল-জাফারি
    বাশার আল-জাফারি

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে গোলান উপত্যকা মুক্ত করা এবং সেখানে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে সিরিয়ার জাতীয় অগ্রাধিকার। তিনি বলেন, ইসরাইলি দখলদারিত্ব থেকে গোলান উপত্যকা মুক্ত করার ক্ষেত্রে সব রকমের অধিকার সিরিয়ার রয়েছে।

বাশার জাফারি বলেন, ইহুদিবাদী সরকার গত ৩৫ বছর ধরে সিরিয়ার গোলান উপত্যকাসহ বহু আরব ভূখণ্ড দখল করে রেখেছে যা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। গতকাল (মঙ্গলবার) ভিডিও কলের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এ বক্তব্য দেন।

অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইল সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিন্দা জানান সিরিয়ার রাষ্ট্রদূত। জাফারি বলেন, ইহুদিবাদী ইসরাইল সরকারের অবৈধ বসতি বাড়িয়ে তোলার নীতির প্রতি ওয়াশিংটনের সমর্থন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম আল-কুদস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ঘটনা এবং সিরিয়ার গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বের ঘোষণা তারই সুস্পষ্ট প্রকাশ।

গতকালের অনলাইন বৈঠকে বাশার আল-জাফারি সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানান। তিনি বলেন, আরব ভূখন্ডের ওপর থেকে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসানের জন্য আন্তর্জাতিক প্রস্তাব পাস হওয়া প্রয়োজন।#

পার্সটুডে/এসআইবি/২২