ফিলিস্তিনের আরও দুই এমপিকে আটক করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i81755-ফিলিস্তিনের_আরও_দুই_এমপিকে_আটক_করল_ইসরাইল
ফিলিস্তিনের আরো দুই সংসদ সদস্যকে আটক করেছে দখলদার ইসরাইল। লেবাননের সংবাদ মাধ্যম ‘আল-আহাদ’ জানিয়েছে, পশ্চিম তীরের আল-খলিল (হেবরন) শহরে আজ (রোববার) সকালে একদল ইসরাইলি সেনা হানা দেয় এবং দুই সংসদ সদস্যকে ধরে নিয়ে যায়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২৬, ২০২০ ১৫:৪৪ Asia/Dhaka
  • ইসরাইলি সেনাদের ধরপাকড় (ফাইল ফটো)
    ইসরাইলি সেনাদের ধরপাকড় (ফাইল ফটো)

ফিলিস্তিনের আরো দুই সংসদ সদস্যকে আটক করেছে দখলদার ইসরাইল। লেবাননের সংবাদ মাধ্যম ‘আল-আহাদ’ জানিয়েছে, পশ্চিম তীরের আল-খলিল (হেবরন) শহরে আজ (রোববার) সকালে একদল ইসরাইলি সেনা হানা দেয় এবং দুই সংসদ সদস্যকে ধরে নিয়ে যায়।

আটক দুই ফিলিস্তিনি সংসদ সদস্য হচ্ছেন হাতাম কাফিশা ও নায়েফ রাজুব। এর আগে বিভিন্ন সময়ে আরো সাত জন ফিলিস্তিনি সংসদ সদস্যকে আটক করে কারাগারে নিক্ষেপ করেছে দখলদার ইসরাইল। এর ফলে এ নিয়ে বর্তমানে ইসরাইলি কারাগারে ৯ জন সংসদ সদস্য আটক রয়েছেন।

দখলদার ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই নানা অজুহাতে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় হানা দিয়ে ফিলিস্তিনিদের আটক করে। বর্তমানে ইসরাইলের কারাগারে চার হাজার আটশ’ জন ফিলিস্তিনি আটক রয়েছেন। এরমধ্যে আড়াইশ’ শিশু রয়েছে। আর নারীর সংখ্যা ৪৭ জন।

ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ইসরাইল প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় ৭০ বছর আগে অবৈধভাবে প্রতিষ্ঠা লাভের পর থেকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে সব ধরণের অপরাধযজ্ঞ চালিয়ে আসছে ইহুদিবাদীরা।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।