বৈরুত বিস্ফোরণে ১৫০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে: প্রেসিডেন্ট আউন
https://parstoday.ir/bn/news/west_asia-i82220-বৈরুত_বিস্ফোরণে_১৫০০_কোটি_ডলারের_ক্ষতি_হয়েছে_প্রেসিডেন্ট_আউন
লেবাননের রাজধানী বৈরুতের সাম্প্রতিক ভয়াবহ বিস্ফোরণের ফলে দেশটির এক হাজার পাঁচশ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৩, ২০২০ ০৬:১৯ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট মিশেল আউন
    প্রেসিডেন্ট মিশেল আউন

লেবাননের রাজধানী বৈরুতের সাম্প্রতিক ভয়াবহ বিস্ফোরণের ফলে দেশটির এক হাজার পাঁচশ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন।

ওই বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো প্রাথমিক তদন্ত শেষে এ তথ্য জানিয়েছে বলে প্রেসিডেন্ট আউন উল্লেখ করেন।

গত ৪ আগস্ট বৈরুত বন্দরের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০০ জন নিহত এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া এক লাখের বেশি শিশুসহ মোট তিন লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। ওই গুদামে ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল যা সার ও বোমা তৈরির কাজে ব্যবহৃত হয়।

এদিকে ওই বিস্ফোরণের ফলে লেবাননের রাজনৈতিক অঙ্গনেরও মারাত্মক ক্ষতি হয়েছে। দু’দিন আগে প্রধানমন্ত্রী হাসান দিয়াবের নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করেছে। রাজধানী বৈরুতসহ দেশের ভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে দিয়াবের মন্ত্রিসভা পদত্যাগ করে। প্রেসিডেন্ট মিশের আউন অবশ্য পরবর্তী সরকার গঠিত না হওয়ার পর্যন্ত হাসান দিয়াবকে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।#  

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।