সিরিয়ায় বোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত; আহত দুই সেনা
https://parstoday.ir/bn/news/west_asia-i82391-সিরিয়ায়_বোমা_বিস্ফোরণে_রুশ_জেনারেল_নিহত_আহত_দুই_সেনা
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে রাশিয়ার একজন মেজর জেনারেল নিহত এবং দুই সেনা আহত হয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ১৯, ২০২০ ১৯:০৮ Asia/Dhaka
  • সিরিয়ায় রাশিয়ার সেনা (ফাইল ফটো)
    সিরিয়ায় রাশিয়ার সেনা (ফাইল ফটো)

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে রাশিয়ার একজন মেজর জেনারেল নিহত এবং দুই সেনা আহত হয়েছেন।

দেইর আয-যোরের প্রাদেশিক রাজধানী শহরের কাছে মানবিক ত্রাণ কার্যক্রম শেষে ঘাঁটিতে ফেরার পথে রুশ সামরিক বহর বিস্ফোরণের কবলে পড়ে এবং ওই মেজর জেনারেল নিহত হন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে রাশিয়ার তিন সেনা আহত হন তবে পরবর্তীতে মেজর জেনারেল মৃত্যুবরণ করেন।

সিরিয়ায় রুশ বাহিনীর বিমান হামলা

বোমা হামলার ঘটনায় রাশিয়া একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ক্রিমিনাল কেস দায়ের করেছে। রুশ মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় দায়ী ব্যক্তিদেরকে ছাড় দেয়া হবে না কারণ এটি রাশিয়ার মর্যাদার প্রশ্ন।

সিরিয়ার দেইর আয-যোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সক্রিয় রয়েছে এবং রাশিয়া গত মাসে সেখানকার পরিস্থিতির অবনতির বিষয়ে সতর্ক বার্তা উচ্চারণ করেছিল।

২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে রাশিয়া সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে এবং এ পর্যন্ত ১২০ জন রুশ সেনা নিহত হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৯