'ইসরাইলি হামলার জবাব দিতে ইসলামি জিহাদ প্রস্তুত'
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ‘ইসলামি জিহাদ’ বলেছে, দখলদার ইসরাইলের হামলা ও আগ্রাসন মোকাবিলার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
বার্তা সংস্থা ‘ফিলিস্তিন আল ইয়ুম’ জানিয়েছে, ‘ইসলামি জিহাদ’ এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে গাজা অবরোধ প্রত্যাহার করা না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য দখলদার ইসরাইল দায়ী থাকবে। ইসলামি জিহাদ অন্যায় অবরোধ ভাঙতে প্রস্তুত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইসলামি জিহাদ আরও জানিয়েছে, অবরোধসহ নানা কঠোরতা ও হামলা সত্ত্বেও প্রতিরোধ সংগ্রামীদের মনোবল অক্ষুণ্ণ রয়েছে এবং প্রতিরোধ ফ্রন্টের শক্তি ও মনোবল বেড়ে চলেছে। যুদ্ধ সরঞ্জামের ক্ষেত্রেও আরও সমৃদ্ধ হচ্ছে।
সংগঠনটি গাজা অবরোধ প্রত্যাহারের বিষয়ে ইসরাইল যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
এর আগে মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনের হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনায় স্থায়ী যুদ্ধবিরতি ও অবরোধ প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়েছিল। কিন্তু দখলদার ইসরাইল সেই সমঝোতা লঙ্ঘন করে চলেছে।#
পার্সটুডে/এসএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।