ইসলামপূর্ব যুগের আরব মূল্যবোধও মেনে চলছে না সৌদি জোট: আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i83785-ইসলামপূর্ব_যুগের_আরব_মূল্যবোধও_মেনে_চলছে_না_সৌদি_জোট_আনসারুল্লাহ
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুসসালাম বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে তোয়াক্কা তো করছেই না বরং তারা ইসলামপূর্ব যুগের আরব মূল্যবোধগুলোকেও মেনে চলছে না।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১২, ২০২০ ১০:২২ Asia/Dhaka
  • ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুসসালাম
    ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুসসালাম

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুসসালাম বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে তোয়াক্কা তো করছেই না বরং তারা ইসলামপূর্ব যুগের আরব মূল্যবোধগুলোকেও মেনে চলছে না।

রাজধানী সানায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।  আব্দুসসালাম বলেন, আগ্রাসী দেশগুলো সামরিক দিক দিয়ে যেমন পরাজিত হয়েছে তেমনি ইয়েমেনের জনগণের ওপর পাশবিক অবরোধ আরোপ করে নৈতিক দিক দিয়েও নিজেদের চরম নৈতিক অধঃপতনের প্রমাণ দিয়েছে।

আনসারুল্লাহর মুখপাত্র বলেন, সৌদি-নেতৃত্বাধীন দেশগুলো সামরিকভাবে পরাজিত হওয়ার পর ইয়েমেনের জনগণকে অভুক্ত রাখার চেষ্টা করেছে। তাদের এ আচরণকে তিনি চরম বিদ্বেষী ও দাম্ভিক বলে মন্তব্য করেন।

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা পরবর্তী দৃশ্য (ফাইল ছবি)

ভার্চুয়াল আলাপে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে সৌদি নেতৃত্বাধীন নিষ্ঠুর অবরোধের কারণে ইয়েমেনের জনগণের চরম দুর্দশার কথা চীনা রাষ্ট্রদূতকে জানান আব্দুসসালাম।

আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ আরো কিছু দেশের সহযোগিতায় সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনকে জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধে করে রেখে দেশটির ওপর পাশবিক হামলা চালিয়ে যাচ্ছে। গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে চালানো এ হামলায় এখন পর্যন্ত প্রায় ১৬ হাজার নিরপরাধ মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে।  সৌদি সামরিক আগ্রাসনে আগে থেকেই দারিদ্রপীড়িত ইয়েমেনে প্রবল খাদ্য ও ওষুধ সংকট দেখা দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।