ফিলিস্তিনিদের ঐক্য ভণ্ডুল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: হামাস
(last modified Wed, 21 Oct 2020 00:10:06 GMT )
অক্টোবর ২১, ২০২০ ০৬:১০ Asia/Dhaka
  • হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া
    হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার লক্ষ্যে দেশি-বিদেশি যেসব ষড়যন্ত্র হচ্ছে তা সফল হবে না।

হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া জাতিসংঘ মহাসচিবের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি নিকোলাই ম্লাদিনোভের সঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে সরাসরি আলাপের সময় এ মন্তব্য করেন।  হানিয়ো বলেন, ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে সংলাপ পিছিয়ে দেয়ার যেকোনো প্রচেষ্টা রুখে দেবে হামাস।

ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনের দুই প্রধান আন্দোলন- হামাস ও ফাতাহ সবগুলো ফিলিস্তিনি সংগঠনের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে।

নিকোলাই ম্লাদিনোভ

এ সময় ম্লাদিনোভ বলেন, ফিলিস্তিনিদের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গৃহিত যেকোনো পদক্ষেপের প্রতি জাতিসংঘের সমথন রয়েছে।

হামাস ও ফাতাহ আন্দোলনের প্রতিনিধিরা সবগুলো ফিলিস্তিনি সংগঠনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে এক বৈঠকে বসেন। বৈঠকে ফিলিস্তিনের স্বাধীনতা এবং জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ওপর জোর দেয়া হয়। দু’পক্ষের মধ্যে পরবর্তী বৈঠক কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে বলে কথা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ