‘সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ অব্যাহত রেখেছে ইউরোপ ও আমেরিকা’
https://parstoday.ir/bn/news/west_asia-i84229-সিরিয়ার_বিরুদ্ধে_অর্থনৈতিক_সন্ত্রাসবাদ_অব্যাহত_রেখেছে_ইউরোপ_ও_আমেরিকা’
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এখনো অর্থনৈতিক সন্ত্রাসবাদ অব্যাহত রেখেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৮, ২০২০ ১৮:৪৯ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি
    জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এখনো অর্থনৈতিক সন্ত্রাসবাদ অব্যাহত রেখেছে।

গতকাল (মঙ্গলবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তিনি একথা বলেন। তিনি পরিষ্কার করে বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট অবমাননা।  

প্রাণঘাতী করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে নিষেধাজ্ঞা শিথিল করার জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদ আমেরিকা ও তার মিত্রদের প্রতি আহ্বান জানালেও তারা তা উপেক্ষা করে চলেছে।

এ প্রসঙ্গে বাশার আল-জাফারি বলেন, আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ার জনগণকে ওষুধ এবং খাদ্যের মতো জরুরি পণ্য থেকে বঞ্চিত করছে। পাশাপাশি মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদিও সংগ্রহ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৮