করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পিএলও'র মহাসচিব সায়েব আরিকাত
https://parstoday.ir/bn/news/west_asia-i84536-করোনায়_আক্রান্ত_হয়ে_মারা_গেলেন_পিএলও'র_মহাসচিব_সায়েব_আরিকাত
ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও'র মহাসচিব ও প্রধান আলোচক সায়েব আরিকাত করোনায় আক্রান্ত হয়ে আজ (মঙ্গলবার) মারা গেছেন। গত ৮ অক্টোবর তিনি করোনায় আক্রান্ত হন। এরপর নিজ বাসাতেই তার চিকিৎসা চলছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১০, ২০২০ ১৮:০৭ Asia/Dhaka
  • সায়েব আরিকাত
    সায়েব আরিকাত

ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও'র মহাসচিব ও প্রধান আলোচক সায়েব আরিকাত করোনায় আক্রান্ত হয়ে আজ (মঙ্গলবার) মারা গেছেন। গত ৮ অক্টোবর তিনি করোনায় আক্রান্ত হন। এরপর নিজ বাসাতেই তার চিকিৎসা চলছিল।

কিন্তু অবস্থার অবনতি হলে গত ১৮ অক্টোবর পশ্চিম তীরের জেরিকোর নিজ বাসা থেকে অ্যাম্বুল্যান্সে করে বায়তুল মুকাদ্দাসের একটি হাসপাতালে নেওয়া হয় ৬৫ বছর বয়সী সায়েব আরিকাতকে।

শ্বাসকষ্টজনিত দীর্ঘস্থায়ী সমস্যার কারণে আরিকাতের স্বাস্থ্য পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলে এর আগে জানানো হয়েছিল। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি ফুসফুস প্রতিস্থাপন করেছিলেন।

কয়েক যুগ ধরে কূটনৈতিক কাজ করার কারণে আন্তর্জাতিক অঙ্গনে তিনি ছিলেন সুপরিচিত। ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রশাসনে কাজ করার আগে তিনি ইয়াসির আরাফাতের সঙ্গেও কাজ করেছেন।

১৯৯৫ সালে দখলদার ইসরাইলের সঙ্গে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের আলোচনায় পিএলওর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সায়েব আরিকাত।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।