আরো একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করেছে ইয়েমেনি যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i84799-আরো_একটি_গুরুত্বপূর্ণ_ঘাঁটি_দখল_করেছে_ইয়েমেনি_যোদ্ধারা
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের একটি সামরিক ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ২১, ২০২০ ১৯:৫৪ Asia/Dhaka
  • ইয়েমেনি যোদ্ধাদের ফাইল ফটো
    ইয়েমেনি যোদ্ধাদের ফাইল ফটো

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের একটি সামরিক ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা।

সৌদি মদদপুষ্ট সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত গেরিলাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর ওই ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় ইয়েমেনি যোদ্ধারা।

ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেনাবাহিনী এবং তাদের সহযোগী যোদ্ধারা কৌশলগত ওই ঘাঁটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।

এ ঘাঁটি থেকেই সৌদি মদদপুষ্ট গেরিলারা প্রাদেশিক রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর উপর নজরদারি করত এবং এটি ছিল ওই এলাকায় মানসুর হাদির  অনুগত গেরিলাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আস্তানা।

এই ঘাঁটি দখলের ফলে মারিব প্রদেশ এবং আল-জাওফ প্রদেশের মধ্যে গেরিলাদের জন্য যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/২১